ইব্রাহীম ও ইসমাঈল (আলাইহিস সালাম) কর্তৃক কা’বা নির্মাণ
যখন ইসমাঈল ( আলাইহিস সালাম ) মা’হাজেবার গর্ভে জন্ম নেন, তখন ”সারা” (আলাইহিস সালাম ) বিরক্ত হন এবং ইব্রাহীম (আলাইহিস সালাম } এর কাছে আবেদন করেন যে, তিনি যেন হাজেরা ও ছেলেকে দৃষ্টির বাইকে নিয়ে যান । অতপর আল্লাহ তায়ালা ইব্রাহীম ( আলাইহিস সালাম ) কে এ মর্মে প্রত্যাদেম করেন যে তিনি হাজেরা ও তার ছেলেকে নিয়ে বের হয়ে যান ও তাদের কে নিয়ে যেতে থাকেন এবং আজকে দিনে যেখানে মক্কা অবস্থিত সেখানে তাদের কে রেখে দেন । হাজেরা ও পুত্র ইসমাঈলকে ছাড়ার পর তাদের অবস্থা বা ( খবরা- খববর) নেয়ার জন্য ইব্রাহীম ( আলাইহিস সালাম ) যিয়ারতে আসতেন। এক সময় ইব্রাহীম (আলাইহিস সালাম) আসেন তখন ইসমাঈল (আলাইহিস সালাম) যমযম কূঁয়ার নিকটে একটি গাছের নিচে নিজ তীর ঠিক করছিলেন , যখন তিনি নিজ পিতাকে দেকেন থকন হুড়মড়িয়ে উঠেন ও জড়িয়ে ধরে আলিঙ্গন করেন।যেভাবে পিতা ছেলের সাথে আলিঙ্গন করে থাকে । অতপর তিনি বলেন , হে ইসমাঈল আল্লাহ আমাকে একটি আদেশ দিয়েছেন।প্রত্যুওরে তিনি বললেন, আপনি আপনার প্রতিপালকের আদেশ বাস্তবায়ন করুন। ইব্রাহীম ( আলাইহিস সালাম ) বলরেন , তুমি কি আমাকে এ ব্যাপারে সাহায্য করবে? তিনি বললেন, হ্যাঁ সাহায্য করব। তিনি বললেন , আল্লাহ আমাকে একটি ঘর নির্মাণ করতে আদেম দিয়েছেন । একথা বলার সময় তিনি একটি উঁচু জায়গার দিকে ইশারা করছিলেন।
অতপর
তারাঁ দু’জন ( আল্লাহ) ঘরের ভিওি স্থাপন করেন। ইসমাঈল ( আলাইহিস সালাম )
পাথর বহন করে আনেন ও ইব্রাহীম (আলাইহিস সারাম ) গাঁথতে থাকেন। যকন দেওয়াল
উঁচু হয়ে যায় তখন তিনি পাথর (মাকামে) নিয়ে আসেন ও পিতার নিকট রাখতে আরম্ভ
করেন যাতে তার উপর চেপে নির্মাণ কাজ পূর্ণ করতে পারেন। ইসমাঈল ( আলাইহিস
সালাম ) তাকে পাথর ধরিয়ে দিচ্ছিলেন এবং দু’জনে আল্লাহর গর নির্মাণ করার সময়
তার পাশে তাওয়াফ করতে করতে এই দু’আ পাঠ করেছিলেনঃ
وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا ۖ
إِنَّكَ أَنتَ السَّمِيعُ الْعَلِيمُ
অর্থঃ স্মরণ কর, যখন ইব্রাহীম ও ইসমাঈল কা’বাগৃহের ভিত্তি স্থাপন করছিল। তারা দোয়া করেছিলঃ পরওয়ারদেগার! আমাদের থেকে কবুল কর। নিশ্চয়ই তুমি শ্রবণকারী, সর্বজ্ঞ।
وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا ۖ
إِنَّكَ أَنتَ السَّمِيعُ الْعَلِيمُ
অর্থঃ স্মরণ কর, যখন ইব্রাহীম ও ইসমাঈল কা’বাগৃহের ভিত্তি স্থাপন করছিল। তারা দোয়া করেছিলঃ পরওয়ারদেগার! আমাদের থেকে কবুল কর। নিশ্চয়ই তুমি শ্রবণকারী, সর্বজ্ঞ।