জাহান্নাম থেকে নিজে বাঁচুন অপরকে বাচাঁন

হে ঈমানদাগণ! তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার- পরিজনকে সে অগ্নি থেকে রক্ষা কর, যার জ্বালানী হবে মানুষও পাথর। যাতে নিয়োজিত আছে পাষাণ হৃদয় কাঠোর স্বভাবের ফেরেশতাগণ। আল্লাহ তায়ালা তাদেরকে যা আদেশ করেন তারা তা অমান্য করেনা এবং যা করতে আদেশ করা হয় তারা তাই করে।”(সূরা তাহরীম: )

উল্লিখিত আয়াতে নির্দেশ দেয়া হয়েছে যে, জাহান্নআমের আগুন থেকে নিজে বাঁচুন এবং পরিবার-পরিজনকে বাঁচান। অতঃপর জাহান্নামের আগুনের কাঠোরতার কথা বলা হয়েছে। তারপর বলা হয়েছে যে, কেউ জাহান্নামে যাওয়ার উপযুক্ত হলে সে কোন বর প্রয়োগ বা প্রভাব খাটাতে পারবেনা কিংবা কোন প্রকার তোষামোদ করে এই সমস্ত ফেরেশতার কবল থেকে আত্মরক্ষা করতে পারবেনা। যে ফেরেশতা জাহান্নামের উপর প্রভাব বিস্তার করবে তার নামযাবানিয়াবউল্লিখিত আয়াতেআহলিকুমশব্দটি দ্বারা পরিবার-পরিজন তো বটেই অধিকন্তু দাস-দাসীও বোঝানো হয়েছে।
First