উক্ত আয়াতে কারিমা
অবতীর্ণ হবার পর হযরত ওমর (রাঃ) নবী করিম (সাঃ) কে জিজ্ঞেস করেন ইয়া রাসূলাল্লাহ!নিজেকে
জাহান্নাম থেকে রক্ষা করার বিষয়টি বুঝলাম, কিন্তু পরিবার-পরিজনকে জাহান্নাম থেকে কিভাবে
রক্ষা করব? হুজুর(সাঃ)তখন বলবলেন এর পন্হা হল আল্লাহ পাক তোমাদেরকে যে সমস্ত কাজ থেকে
বিরত হতে বরেছেন,সেগুলো থেকে তাদেরকেও বিরত থাকতে বরবে। আর যে সমস্ত কাজ করতে আদেশ
করেছেন সেগুলো করতেও পরিবার-পরিজনকে আদেশ করবে। তাহলেই জাহান্নামের আগুন থেকে বেঁচে
যাবে।