জাহান্নামের আগুনের ক্ষমতাঃ



হযরত আনাস (রাঃ) বলেন , নবী করিম (সাঃ) এরশাদ ফরমান ওহে মুসলমানগণ! তোমরা জাহান্নামকে ভয় কর , আর যদি জাহান্নামের অতি নগণ্য পরিমাণও তোমাদের পাশে আসে তাহলে সমগ্র দুনিয়া তোমাদের জন্য বিস্বাদ হয়ে যাবে।