জাহান্নামের গভীর



হযরত আবু হুরায়রা (রাঃ) বরেন একদা আমরা হুজুর (নাঃ) এর পবিত্র দরবারে হাজির ছিলাম। এমন সময় কোন বস্ত নীচে পতিত হবার আওয়াজ শুনতে পেলাম।হুজুর(সাঃ) আমাদেরকে জিজ্ঞেস করলেন বলতে পার কি ইহা কিসের আওয়াজ? আমরা আরজ করলাম, আল্লাহ ও তার রাসূল (সাঃ) ই ভালো বলতে পারেন। হুজুর(সাঃ) এরশাদ করলেন- আজ থেকে ৭০বছর পূর্বে আল্লাহ তায়ালা জাহান্নামের মুখ থেকে একটি পাথর এর তলদেশে নিক্ষেপ করেছিলেন। সে পাথরটি সুদীর্ঘ ৭০বছর কাল নীচে যেতে যেতে আজ এ মাত্র জাহান্নামের তলদেশে গিয়ে পৌছেছে।ইহা সে পাথরেরই আওয়াজ যা তোমরা শুনতে পেলে।(মুসলিম)