মুসলিম শরীফের
এক বণনায় রয়েছে যে, নবী করিম(সাঃ) বলেছেন- দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের ৭০
ভাগের একভাগ মাত্র। সাহাবাগণ আরজ করলেন পোড়ার জন্য তো এই আগুনই যথেষ্ট। নবী করিম
(সাঃ) ফরমান –জাহান্নামের আগুনের তাপ জগতের আগুনের চেয়ে ৬৯ গুণ বেশী। আরেক বণনায়
রয়েছে জাহান্নাশীরা দুনিয়ার আগুনের প্রবেশ করলে সেখানে তারা ঘুমিয়ে যাবে। (তারগীব)
জাহান্নামের আগুনের তুলনায় দুনিয়ার আগুন যেহেতু যথেষ্ট শীতল তাই জাহান্নামীদের
নিকট উহা ঠান্ডাবলেই মনে হবে।
তিরমিযি শরীফে
বণিৃত নবী করিম (সাঃ) এরশাদ ফরমান, জাহান্নামের ১০০০(এক হাজার) বছর জ্বালানো পর এর
আগুন লাল বর্ণ ধারণ করেছে। আবার ১০০০(এক হাজার) বছর জ্বালানোর পর সাদা বর্ণ হয়েছে।
তারপর ১০০০(এক হাজার)বছর জ্বালানোর পর কাল বর্ণ হয়েছে। তাই জাহান্নামের আগুন কাল
অন্ধকার।