জাহান্নামের ভয়ে এক পাহাড়ে আসমান ও যমীদের মাঝখানে ঝুলে থাকার ঘটনাঃ

জাহান্নামের ভয়ে এক পাহাড়ে আসমান ও যমীদের মাঝখানে ঝুলে থাকার ঘটনাঃ


হযরত ঈসা (আঃ) একদা এমন এক  পাহাড়ের নিকট দিয়ে অতিক্রম করেন য়া আসমান ও যমনে মধ্যেখানে ঝুলে ছিল। তিনি উক্ত পাহাড়ে প্রবেশ করে ক্রন্দন করেন এবং বিস্ময় প্রকাশ করেন। তারপর এ থেকে বের হয়ে মানুষের নিকট উহা ঝুলে তাকার কারন জিজ্ঞেস করেন।লোকেরা বলল আমরা তা জানিনা। আমাদের পূর্ব পুরুষেরা এ রকমই পেয়েছে। হযরত ঈসা (আঃ) আল্লাহ তায়লার নিকট এ ব্যাপারে জানতে চেয়ে আবেদন করেন যে , হে আল্লাহ এ পর্বতকে তার ঝুলে থাকার কাহিনী বর্ণনা করতে আপনি তাকে অনুমতি দিন। অতঃপর আল্লাহ তায়ালা পাহাড়কে অনুমতি প্রদান করলেন। পাহাড় বলল, আল্লাহ তায়ালা যখন আগুন সম্পর্কে বলেন যে এর ইন্ধন মানুষ ও পাথর হবে। একথা শুনে আমি অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম এ কারণে যে, আমিও কি সে অগ্নির ইন্ধনের অন্তর্ভূক্ত হবো? অতঃপর আমি আল্লাহ তায়ালার নিকট দোয়া করলাম যে, আল্লাহ তায়লা যেন আমাকে নিরাপদ রাখেন , অতঃপর ঈসা (আঃ) উক্ত পাহাড়ের নিরাপদ রাখতে আল্লাহ পাকের নিকট দোয়া করলেন। অতঃপর হযরত ঈসা (আঃ) বললেন একন কি তুমি খুশী হয়েছে? তারপর থেকে উক্ত পাহাড়কে যমীনের উপর রাখা হয়েছে ।